বিনোদন ডেস্ক
১১ বছর পর পরিচালনায় ফিরছেন কিরণ রাও। প্রথম ছবি ‘ধোবিঘাট’-এর পর পরিচালনার চেয়ারে আর পাওয়া যায়নি তাঁকে। তবে আমির খানের সঙ্গে সহপ্রযোজক হিসেবে পাওয়া গেছে একাধিক ছবিতে। ‘ধোবিঘাট’ ছবির মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক কিরণের। প্রথম ছবির প্রযোজক ও অভিনেতা ছিলেন আমির খান। তাঁর পরিচালিত দ্বিতীয় ছবিটিও প্রযোজনা করবেন তাঁর সাবেক স্বামী আমির খান।
ছবির গল্প সোশ্যাল ইস্যু নিয়ে। প্রেক্ষাপট গ্রামের। সামাজিক বার্তার সঙ্গে কমেডিও থাকবে ভরপুর। চিত্রনাট্য শেষ হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। মূল চরিত্রে থাকবেন দুই নারী ও এক পুরুষ অভিনয়শিল্পী। তবে অভিনয়শিল্পী কিংবা কোন গ্রামে শুটিং হবে, তা চূড়ান্ত হয়নি। কিরণ এরই মধ্যে ভারতের উত্তর প্রদেশের বেশ কয়েকটি গ্রাম পরিদর্শন করেছেন শুটিং লোকেশনের খোঁজে। ডিসেম্বরে শুরু হবে শুটিং। ছবির ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে কাজ করছেন অভিনেতা ও প্রযোজক তানাজি দাশগুপ্ত।
দীর্ঘদিন সহকারী পরিচালক হয়ে বলিউডে কাজ করেছেন কিরণ। আমির খান প্রযোজিত ‘লাল সিং চাড্ডা’র সহপ্রযোজক কিরণ রাও। ছবিটি মুক্তির অপেক্ষায় আছে। ছবির শুটিংয়ের মধ্যে আমির খান ও কিরণ রাও বিচ্ছেদের ঘোষণা দেন।