হোম > ছাপা সংস্করণ

মার্কিন নিরাপত্তায় ইসরায়েলকে সমর্থন দেওয়া জরুরি: বাইডেন

এএফপি, ওয়াশিংটন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য ইসরায়েল ও ইউক্রেনকে সমর্থন দেওয়াটা অত্যন্ত জরুরি। বাইডেন হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অত্যাচারী আখ্যা দিয়ে বলেছেন, পুতিন ও হামাস উভয়েই নিজ নিজ প্রতিবেশী দেশে গণতন্ত্র ধ্বংস করার চেষ্টা করছে।

তাদের কোনোভাবেই জিততে দেওয়া হবে না। গত বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে বাইডেন এসব কথা বলেন। এদিকে বাইডেনের এ মন্তব্যকে অগ্রহণযোগ্য বলে বিবৃতি দিয়েছে রাশিয়া। গতকাল শুক্রবার ক্রেমলিনের পক্ষ থেকে বাইডেনের ওই বক্তব্যের বিরুদ্ধে পাল্টাবিবৃতি দেওয়া হয়। 

বাইডেন বলেন, হামাসের যোদ্ধারা ইসরায়েলে আক্রমণ এবং রাশিয়ার নেতা পুতিন ইউক্রেনে আক্রমণের মধ্য দিয়ে মূলত প্রতিবেশী দেশে গণতন্ত্র ধ্বংস বা নস্যাৎ করার চেষ্টা করছে। পুতিন ও হামাস হয়তো ভিন্ন হুমকি হাজির করেছে, কিন্তু তাদের মধ্যে বিষয়টি সাধারণ। তারা উভয়েই প্রতিবেশী দেশে গণতন্ত্র ধ্বংস করতে চায়। 

এর আগে ইসরায়েল ও ইউক্রেনকে সহায়তা দিতে আরও ১০ হাজার কোটি ডলার খরচ করতে চাওয়ার প্রস্তাব দিয়েছিলেন বাইডেন। ভাষণে বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য ইসরায়েল ও ইউক্রেনকে সমর্থন দেওয়াটা অত্যন্ত জরুরি। যুক্তরাষ্ট্রের নাগরিকেরা যদি তাঁর প্রস্তাবিত সহায়তার পক্ষে সমর্থন দেন, তাহলে তা হবে দেশটির পরবর্তী প্রজন্মের নিরাপত্তার জন্য একটি ‘স্মার্ট’ বিনিয়োগ।

তিনি আশা করেন, শিগগির কংগ্রেস এই বিল পাস করবে। ওই ভাষণে বাইডেন বিলটির প্রসঙ্গ উল্লেখ করে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের আইনপ্রণেতাদের বিলটি পাস করার জন্য আহ্বান জানান। এ সময় তিনি মার্কিন জনগণকে নিজ দেশের বাইরে সমমনা দেশগুলোর নিরাপত্তার দিকেও দৃষ্টিপাত করার অনুরোধ জানান। গত বুধবার ইসরায়েল সফর করেন জো বাইডেন।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন