বিনোদন ডেস্ক
বায়োপিকে মজেছে বলিউড। রাজনীতি থেকে খেলার ময়দানের জনপ্রিয় ব্যক্তিত্বদের জীবনের গল্প একের পর এক সিনেমার পর্দায় উঠে আসছে। এবার তৈরি হচ্ছে ভারতীয় অভিনেত্রী মীনা কুমারীর বায়োপিক। বলিউডে তিনি ‘ট্র্যাজেডি কুইন’ নামে পরিচিত। মাত্র ৩৮ বছর বয়সে মারা যান মীনা। অল্প সময়ের ক্যারিয়ারে ৯০টি সিনেমায় অভিনয় করেছিলে। মীনা কুমারীর ব্যক্তিগত জীবনও সিনেমার চেয়ে কম কিছু নয়! সেসব গল্প এবার দেখা যাবে পর্দায়।
ষাট-সত্তরের দশকের বলিউড কাঁপানো মীনা কুমারীর চরিত্রে এবার দর্শকদের মুগ্ধ করবেন কৃতি শ্যানন। অক্টোবরে শুরু হবে শুটিং। তার আগে পর্দার মীনা কুমারী হয়ে উঠতে জোর প্রস্তুতি শুরু করেছেন কৃতি। গতকাল শনিবার ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা জানিয়েছে, কৃতি শ্যানন এখন ব্যস্ত আছেন কাজলের সঙ্গে ‘দোপাত্তি’ সিনেমার শুটিংয়ে। এ কাজের মধ্যেই সুযোগ পেলে মীনা কুমারী নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন কৃতি। কিংবদন্তি এ অভিনেত্রীর ম্যানারিজম, পর্দায় তাঁর উপস্থিতি কেমন ছিল—এসব ভালোভাবে বোঝার জন্য কৃতি নিয়মিত তাঁর সিনেমা দেখছেন। তালিকায় আছে ‘বৈজু বাওরা’ (১৯৫২), ‘সাহেব বিবি গোলাম’ (১৯৬২), ‘পাকিজা’র (১৯৭২) মতো আলোচিত সিনেমা।
এ ছাড়া তিনি কেমন আচরণ করতেন, কীভাবে কথা বলতেন—এসব জানার জন্য অভিনেত্রীর পুরোনো সাক্ষাৎকার দেখছেন কৃতি। পড়ছেন তাঁকে নিয়ে বিভিন্ন সময়ে লেখা বায়োগ্রাফি। মিড-ডে জানিয়েছে, অভিনয় ক্যারিয়ারের চেয়ে মীনা কুমারীর ব্যক্তিগত জীবনের গল্পই প্রাধান্য পাবে এ সিনেমায়। অভিনেত্রীর ম্যানারিজমকে পুরোপুরি আয়ত্ত করার জন্য প্রস্তুতির কোনো কমতি রাখতে চাইছেন না কৃতি শ্যানন। এ প্রস্তুতি পর্ব চলবে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত। এরপর শুরু হবে সিনেমার পুরো টিম নিয়ে কর্মশালা।