নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
নাজিরপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ আব্দুল্লাহ সাদিদ সাংবাদিকদের সঙ্গে পরিচিতি সভা ও মতবিনিময় সভা করেছেন। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার নির্বাহী অফিস কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নাজিরপুর প্রেসক্লাবের সভাপতি সিদ্দিকুর রহমান তুহিন, সহসভাপতি আকরাম আলী ডাকুয়া, সাধারণ সম্পাদক তাওফিকুল ইসলাম দেলোয়ার, লাহেল মাহমুদ, জ্যোতিষ চন্দ্র হালদার, নাসির উদ্দিন, সঞ্জীব কুমার রায়, আলামিন হোসেনসহ অন্যান্য সাংবাদিকেরা।
এ সময় সাংবাদিকেরা উপজেলার বিভিন্ন বিষয় যেমন– বাল্যবিবাহ রোধ, মাদক নির্মূল, আর্থ সামাজিক অবস্থা, রাজনৈতিক ও ধর্মীয় পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ ছাড়া সকলের সহযোগিতায় নাজিরপুর উপজেলার উত্তরোত্তর উন্নতি ঘটবে বলে মনে করেন ইউএনও শেখ আব্দুল্লাহ সাদিদ।