সিলেট সংবাদদাতা
নগরীর আম্বরখানা বিমানবন্দর সড়কের ফুটপাত হকারদের দখলে। এই সড়কে যানজট লেগেই থাকে। ভোগান্তির শিকার হয় মানুষ। ফুটপাত দখলমুক্ত রাখতে আম্বরখানা বাজার কমিটির উদ্যোগে নতুন কাঁচাবাজার উদ্বোধন করা হয়েছে।
গতকাল শুক্রবার সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী বাজার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহমেদ, বাজারের স্বত্বাধিকারী ফয়সল কামাল, আম্বরখানা বাজার কমিটির সভাপতি কুতুব উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক গুলজার আহমদ, সহসভাপতি আব্দুল আজিজ, সহসভাপতি আলী আকবর প্রমুখ।
কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘দীর্ঘদিন ধরে এই সড়কের ফুটপাত হকারদের দখলে ছিল। ফলে সড়কে যানজট তৈরি হতো।’