বিনোদন ডেস্ক
প্রিয় মানুষ যখন দূরে থাকে তখন মনে হয়, সব থেকেও যেন কিছুই নেই। প্রবাসে থাকা প্রিয় মানুষকে নিয়ে এমন অনুভূতির গান গেয়েছেন আঁখি আলমগীর। গানের শিরোনাম ‘পিয়া গিয়েছে দুবাই’। কথা লিখেছেন ভারতের প্রিয় চট্টোপাধ্যায়। সুর ও সংগীতায়োজন করেছেন আকাশ সেন। সম্প্রতি ভারতে গানটির রেকর্ডিং শেষ হয়েছে। ভিডিও বানিয়েছেন চন্দন রায় চৌধুরী। ঈদুল আজহায় গানটি প্রকাশ পাবে ধ্রুব মিউজিক স্টেশনে। আঁখি আলমগীর বলেন, ‘যারা নাচতে পছন্দ করে, গানটি তাদের খুবই ভালো লাগবে। গানটিকে আমরা কিছুটা ফান ও ড্যান্সের মিশেলে উপস্থাপন করেছি।’