হোম > ছাপা সংস্করণ

ডেকে নিয়ে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানীতে শহিদ শেখ হত্যা মামলার প্রধান আসামি রবিউল শেখকে (৪০) কুপিয়ে হত্যা করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার চর পদ্মবিলা গ্রামের একটি বাঁশ বাগান থেকে রবিউলের রক্তাক্ত লাশ উদ্ধার করে কাশিয়ানী থানা-পুলিশ। নিহত রবিউল চর পদ্মবিলা গ্রামের মালেক শেখের ছেলে।

নিহতের পরিবারের দাবি, উপজেলার চর পদ্মবিলা গ্রামের খালাতো ভাই শহিদ শেখ হত্যা মামলার প্রধান আসামি রবিউল শেখকে গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে নিহতের খালাতো ভাই কুব্বত শেখ ও প্রতিবেশী নাসির ডেকে নিয়ে যান। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে তাঁর সন্ধান পাননি। পরে স্থানীয়রা রবিউল শেখের বাড়ির পশ্চিম পাশের দীনেশ বিশ্বাসের বাঁশ বাগানে তাঁর লাশ দেখে পুলিশে খবর দেন।

খবর পেয়ে কাশিয়ানী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। লাশের মাথা, কান ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। পুলিশ এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি। লাশটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো প্রক্রিয়াধীন।

নিহত রবিউলের স্ত্রী শ্যামলী বেগম বলেন, তাঁর স্বামীকে রাতে মামলার বিষয়ে কথা বলার জন্য খালাতো ভাই কুব্বত শেখ ও নাসির ডেকে নিয়ে যান। তার পর আর কোনো খবর পাননি। মোবাইলও বন্ধ ছিল। গতকাল সকালে স্থানীয়দের কাছে জানতে পারেন, তাঁর স্বামীকে কুপিয়ে বাঁশ বাগানে ফেলে রাখা হয়েছে।

রবিউল শেখ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২০২০ সালের ৩০ নভেম্বর রাতে খালাতো ভাই শহিদ শেখকে পিটিয়ে হত্যা করেন বলে অভিযোগ। এ ঘটনায় নিহতের ভাই কুব্বত শেখ বাদী হয়ে রবিউল শেখ, মনির শেখসহ কয়েকজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামিরা জামিনে রয়েছে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন