সাফল্যের দুর্নিবার আকাঙ্ক্ষাই কাতার ও জর্ডানকে তুলে এনেছে এএফসি এশিয়ান কাপের ফাইনালে। ফাইনালে কে জিতবে আজ—স্বাগতিক কাতার, না জর্ডান? এশীয় ফুটবলের পরাশক্তি দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে জর্ডান।
হারানোর কিছু নেই মন্ত্রে উজ্জীবিত হয়ে যেভাবে খেলছে তারা, তাতে হিসাবের মধ্যে রাখতে হচ্ছে তাদেরকেও।