হোম > ছাপা সংস্করণ

পদ্মার চরে ঘুড়ি উৎসব

ফরিদপুর প্রতিনিধি

বাঙালির ঐতিহ্যকে টিকিয়ে রাখতে ও বর্তমান প্রজন্ম আগামী প্রজন্মের সঙ্গে মেল বন্ধ ঘটাতে ফরিদপুরে বর্ণিল ঘুড়ি উৎসব করা হয়েছে। ফরিদপুরের ধলার মোড়ে পদ্মা নদীর তীরে গত শুক্রবার বিকেলে এই উৎসব হয়। ব্যতিক্রমী এ আয়োজন করেছে ‘ফরিদপুর সিটি পেজ’। এতে অসংখ্য মানুষ যোগ দেয়।

বর্ণাঢ্য এই আয়োজনের উদ্বোধন করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. লোকমান হোসেন মিয়া। এ সময় জেলা প্রশাসক অতুল সরকার উপস্থিত ছিলেন।

এই উৎসবে জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় দুই হাজার প্রতিযোগী বিভিন্ন আকৃতি ও রঙের ঘুড়ি নিয়ে অংশ নেয়। এ দিন আকাশে উড়ছে জাতীয় পতাকা, ড্রাগন, কঙ্কাল, সাপ, স্টার, চিল, বাদুড়, অক্টোপাস, বক্সসহ বাহারি রং ও আকৃতির ঘুড়ি। আর এ উৎসব দেখতে পদ্মার তীরে জড়ো হয় বিভিন্ন বয়সের দর্শনার্থীরা। উৎসব শেষে শতাধিক প্রতিযোগীর মধ্য থেকে ১০ জনকে পুরস্কার দেওয়া হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. লোকমান হোসেন মিয়া বলেন, ‘এ উৎসব থেকে আমি আমার শৈশবে ফিরে গেছি। ঘুড়ি উৎসব যে এত বড় হয়, আমার জীবনে এই প্রথম দেখলাম।’

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন