সিলেট সংবাদদাতা
সিলেট মহানগরে দু্টি রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও বিক্রির দায়ে জরিমানা করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত একটি বেকারিকেও জরিমানা করেন।
এ ছাড়া সিটি করপোরেশনের কর্মীদের অবরুদ্ধ করে রাখায় দুই ভ্রাম্যমাণ ব্যবসায়ীকে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
সিলেট সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় নগরীর বন্দরবাজার, জিন্দাবাজার এলাকায় পড়শী রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, বিক্রি ও বিএসটিআইয়ের অনুমোদনহীন খাদ্যপণ্য বিক্রির দায়ে ৪০ হাজার টাকা, একই অপরাধে পাকশী রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া খাদ্যপণ্য এবং ওজনে কম দেওয়ায় পাঁচ তারা বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
পাশাপাশি অবৈধভাবে সড়কে গাড়ি পার্কিংয়ের দায়ে ১ জনকে ৩ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় সড়ক দখল করে ব্যবসা বন্ধ করতে অভিযান চালানো সিসিকের কর্মীদের কাজে বাধা ও অবরুদ্ধ করে হামলা চেষ্টার দায়ে ২ ব্যক্তিকে ২ মাস ও ১ মাস করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানকালে বিএসটিআই সিলেটের প্রতিনিধি দল, সিলেট সিটি করপোরেশনের বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং সিলেট মহানগর পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।