রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় পারিবারিক দ্বন্দ্ব ও সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে চাচার ছুরিকাঘাতে ভাতিজা নিহত হয়েছেন। নিহতের নাম মো. সেলিম মিয়া (৩৫)। গত শনিবার উপজেলার চর আড়ালিয়া ইউনিয়ন চর আড়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সেলিম ওই গ্রামের আবুল বাদশার ছেলে। তিনি দীর্ঘদিন মালয়েশিয়া ছিলেন। ১০-১৫ দিন আগে ছুটিতে বাড়ি আসেন।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন চর আড়ালিয়া গ্রামের ইলিয়াস এবং তাঁর বড় ভাই আবুল বাদশার মধ্যে সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধ চলছে। বিরোধের জেরে গত শনিবার দুপুরে দুই ভাইয়ের পরিবারের সদস্যদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় ইলিয়াস বড় ভাইয়ের ছেলে সেলিম মিয়াকে ছুরিকাঘাত করেন। তাঁকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করেন চিকিৎসকেরা। ওই দিনই রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার ভোরে তিনি মারা যান।
চর আড়ালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাসানুজ্জামান সরকার বলেন, শুনেছি পারিবারিক দ্বন্দ্বের কারণে চাচা ভাতিজাকে ছুরিকাঘাত করেছেন। এতে চিকিৎসাধীন অবস্থায় সেলিম মারা গেছেন।
হাসনাবাদ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুর রহমান ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক দ্বন্দ্বের কারণে এবং সম্পত্তি ভাগাভাগিকে কেন্দ্র করে ইলিয়াস তাঁর ভাতিজা সেলিমকে ছুরিকাঘাত করেন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি, তবে পুলিশ এটা নিয়ে কাজ করছে। বিস্তারিত পরে জানা যাবে।