ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও পৌরশহরের বাজারের ফুটপাত দখলমুক্ত করতে পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা অভিযান চালান। এ সময় গতকাল মঙ্গলবার দুপুরে তিনি পৌর শহরের বঙ্গবন্ধু সড়কসহ বিভিন্ন প্রধান সড়ক ঘুরে ঘুরে ব্যবসায়ীদের ফুটপাত থেকে মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।
এ সময় ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, পৌরসভার প্রকৌশলী বেলাল হোসেন, পৌর কাউন্সিলর নাজিরা আক্তার স্বপ্না, দ্রৌপদী দেবী আগারওয়ালা, ওয়ালিউর রহমান ওলিসহ পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অভিযানের সময় পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা বলেন, ‘সাধারণ মানুষ যাতে পায়ে হেঁটে চলাচল করতে পারেন এ জন্য ফুটপাত তৈরি করা হয়েছে। কিন্তু এটি দখল করে বাজার বসানো হয়। মানুষ বাধ্য হয়ে ফুটপাত ছেড়ে মূল রাস্তা দিয়ে চলাচল করে।’