ঢাবি প্রতিনিধি
ভারতের অযোধ্যায় রামমন্দির উদ্বোধন ঘটনার প্রতিবাদ ও জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব পাসের দাবি জানিয়ে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে গতকাল দুপুরে এ মানববন্ধনের আয়োজন করা হয়। পরে মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
শিক্ষার্থীরা বলেন, রামমন্দিরের উদ্বোধন করা হচ্ছে। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙার পর দাঙ্গা ছড়িয়ে পড়েছিল, যার রেশ বাংলাদেশেও পৌঁছেছিল। ভারতবর্ষে প্রায় দুই হাজার মানুষ দাঙ্গায় প্রাণ হারিয়েছেন। বাবরি মসজিদের জায়গায় রামমন্দির প্রতিষ্ঠা আবারও সাম্প্রদায়িকতাকে উসকানি দিতে পারে।
মানববন্ধনে বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, সাম্প্রদায়িক গোষ্ঠীর উসকানিতে ১৯৯২ সালে দাঙ্গার সৃষ্টি হয়। অসংখ্য মানুষ মারা যান। প্রত্নতাত্ত্বিক দল গবেষণা করে দেখেছে, সেখানে কোনো মন্দিরের অস্তিত্ব ছিল না; বরং অস্তিত্ব ছিল মসজিদের।