ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে চালকলের ফিতার সঙ্গে শাড়ি পেঁচিয়ে গিয়ে আয়শা বেগম নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গত রোববার দিবাগত রাতে সদর উপজেলার ভেলাজান বাজারে জহির ডিলার মিলে এ দুর্ঘটনা ঘটে।
আয়শা বেগম পাহারভাঙ্গা গ্রামের আব্দুর রহমানের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে, আয়শা বেগম এক আত্মীয়ের সঙ্গে ধান শুকানোর কাজে ভেলাজান বাজারের ওই চালকলে আসেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে অসাবধানতাবশত মিলের ফিতার মধ্যে শাড়ি পেঁচিয়ে যায় তাঁর। এতে নিশ্বাস বন্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
আয়শার মৃত্যু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ওসি (তদন্ত) আতিকুর রহমান আতিক।