বাগেরহাট প্রতিনিধি
সুন্দরবনসংলগ্ন দুবলার চরের জেলেদের করোনার টিকা দেওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় বাগেরহাট জেলা স্বাস্থ্য বিভাগ গত মঙ্গলবার থেকে দুর্গম এ চরে করোনা টিকা কার্যক্রম পরিচালনা করছে।
গতকাল বুধবার টিকাদানের শেষ দিনে দুপুরে এই টিকা কার্যক্রম পরিদর্শন করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব মো. লোকমান হোসেন মিয়া।
এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক মীরজাদি সেবরিনা ফ্লোরা, রেড ক্রিসেন্ট বাংলাদেশের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবদুল ওহাব, বাগেরহাটের সিভিল সার্জন জালাল উদ্দীন আহমেদ, বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাফিজ আল আসাদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. রিজওয়ান শাফিক সৌর ও জেলেরা উপস্থিত ছিলেন।
টিকা দান কার্যক্রম পরিদর্শন শেষে জেলেদের উদ্দেশ্য সিনিয়র সচিব মো. লোকমান হোসেন মিয়া বলেন, ‘করোনার শুরু থেকে আমরা সংক্রমণ রোধে কাজ করেছি। মানুষকে সচেতন করেছি। এরপরে যখন টিকা এসেছে, তখন টিকাদানের জন্য প্রধানমন্ত্রীরর নির্দেশে আমরা সব ধরনের ব্যবস্থা করেছি। যার কারণে করোনার টিকাদান কার্যক্রমে পৃথিবীর মধ্যে আমাদের অবস্থান ১০ নম্বরে রয়েছে।’
সচিব আরও বলেন, ‘আমরা দেশের সকল মানুষকে টিকা দিতে চাই। এ জন্য পর্যাপ্ত টিকার ব্যবস্থা করেছি আমরা। ছিন্নমূল ও দুর্গম অঞ্চলে থাকা মানুষদের টিকা প্রদান শুরু করেছি। সেই ধারাবাহিকতায় জনবিচ্ছিন্ন দুর্গম দুবলার চরে এ টিকা কার্যক্রম।’