হোম > ছাপা সংস্করণ

বিআরটিসি বাস চলতে বাধা

ফরিদপুর প্রতিনিধি

উদ্বোধনের এক দিন পরেই আটকে গেল ফরিদপুরের বোয়ালমারী থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা রুটে চলাচলকারী বিআরটিসি বাসের প্রথম ট্রিপ। গতকাল বুধবার সকাল ৮টার দিকে ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের বাধার মুখে পড়ে যাত্রী নামিয়ে বাস চলে যায়। এ সময় বাসের স্টাফ ও চালককে মারধরের হুমকি এবং যাত্রীদের সঙ্গে অসদাচরণ করার অভিযোগ পাওয়া যায়।

এর আগে গত মঙ্গলবার বিকেলে বোয়ালমারী-ঢাকা বিআরটিসি বাস চলাচলের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান। গতকাল প্রথম ট্রিপ ছিল বাসের। শীতাতপ নিয়ন্ত্রিত বিআরটিসি বাসের ভাড়া নির্ধারণ করা হয় সাড়ে ৫০০ টাকা।

বাসের স্টাফ তারিকুল ইসলাম বলেন, ‘বোয়ালমারী থেকে ছেড়ে সকাল ৮টার দিকে তাদের বাসটি ভাঙ্গা পৌরসভার সামনে এক্সপ্রেসওয়েতে প্রবেশের আগমুহূর্তে গতিরোধ করা হয়। ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আনিসুর রহমানের নেতৃত্বে এক-দেড় শ লোক মহাসড়কের ওপর দাঁড়িয়ে তাঁদের বাসটি থামিয়ে দেন। এরপর তাঁরা বাসের চালক রাকিবুল ইসলামকে মারতে উদ্যত হন এবং বাসের চালকের কাছ থেকে চাবি ছিনিয়ে নেন। বাধা দিতে গেলে আমাকেও হুমকি দেওয়া হয়। এ সময় যাত্রীদের সঙ্গে চরম অসৌজন্যমূলক আচরণ করে তাঁদের বাস থেকে নামিয়ে দেওয়া হয়।’

তারিকুল ইসলাম বলেন, ‘যাত্রীদের কথা বিবেচনা করে তাঁদের ভাড়ার টাকা ফিরিয়ে দিয়ে ঢাকার দিকে চলে আসতে চাইলে আমাদের বাধা দেওয়া হয়। বোয়ালমারী ফিরে আসতে চাইলেও দেওয়া হয়নি। পরে বাস ড্রাইভার বলেন, তাঁর বাড়ি মাগুরায়। তিনি বাস নিয়ে মাগুরায় ফিরে যেতে চান। পরে মাগুরা যাওয়ার শর্তে তাঁদের সেখান থেকে ফেরার অনুমতি দেওয়া হয়।’

এ ব্যাপারে ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আনিসুর রহমান বলেন, ‘কোনো প্রকার আলোচনা ছাড়াই বোয়ালমারী থেকে বিআরটিসি বাসটি চলাচল শুরু করে। এ কারণে ভাঙ্গা থেকে যাত্রীদের নামিয়ে ওই বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বিষয়টি প্রশাসনও জানে। কিন্তু এরপর বোয়ালমারীর কিছু ছেলেপেলে আমাদের লোকাল বাস চলাচলে ডিস্টার্ব করছে।’

আনিসুর রহমান আরও বলেন, ‘বিআরটিএ দক্ষিণবঙ্গের ২৩ জেলায় পদ্মা সেতু হয়ে বিআরটিসির বাস চলাচলের যে তালিকা দিয়েছে, সেখানে উপজেলাভিত্তিক কোনো বাস চলাচলের অনুমতি নেই। আর ফরিদপুরে বিআরটিসির কোনো ডিপো নেই। এরা কুমিল্লা ডিপোর বাস এনে ওই ডিপোর ম্যানেজারের নামে লিজ নিয়ে বাস চালাচ্ছিল। এতে আমাদের বাসমালিক গ্রুপের বাস চলাচলে সমস্যা হবে। ব্যবসার ক্ষতি হবে। এ কারণে বাসের স্টাফদের বক্তব্যের ভিডিও রেকর্ড রেখে তাদের যাত্রী নামিয়ে বাসগুলো ফিরিয়ে দিই।’

এ ব্যাপারে ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান সাংবাদিকদের বলেন, বাস চলাচলে ঝামেলা হয়েছে। আশা করি খুব দ্রুত সমাধান হয়ে যাবে। এ ব্যাপারে বিআরটিসি বাসের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন