সিলেট সংবাদদাতা
সিলেট মহানগরীতে স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে বিরোধের জেরে লেগুনার মালিকদের সঙ্গে চালক-শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে ধোপাদিঘিরপাড়ে ওসমানী শিশু উদ্যানের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আধা ঘণ্টাব্যাপী সংঘর্ষে দুই পক্ষের লোকজন পাল্টাপাল্টি ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে উভয় পক্ষের অন্তত ১০ আহত হন। এ সময় দুটি গাড়ির গ্লাসও ভাঙচুর করা হয়। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
স্থানীয়রা জানান, ওসমানী শিশু উদ্যানের সামনের স্ট্যান্ড দখল নিয়ে লেগুনা চালক ও শ্রমিকদের সঙ্গে মালিকদের একটি পক্ষের দীর্ঘদিনের বিরোধ চলে আসছে। এরই জের ধরে গতকাল বৃহস্পতিবার দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
বেলা দেড়টার দিকে লাঠিসোঁটা নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে সোবহানীঘাট ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। পরে মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখের নেতৃত্বে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, কী নিয়ে সংঘর্ষ সেটি এখনো স্পষ্ট নয়। তবে শোনা যাচ্ছে স্ট্যান্ড দখল নিয়ে দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। আজ (গতকাল) সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন এবং দুজনকে আটক করা হয়েছে। সংঘর্ষের পর ওসমানী শিশু উদ্যানের সামনের লেগুনা স্ট্যান্ডটি উচ্ছেদ করেছে পুলিশ।