ঝিনাইদহ প্রতিনিধি
‘সাঁতার একটি জীবন রক্ষাকারী দক্ষতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ ও সাঁতার শিখন বিষয়ক সচেতনতামূলক শোভাযাত্রা ও সমাবেশ হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে সেফ সুইমিং একাডেমির আয়োজনে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
এ উপলক্ষে শহরের পুরোনো ডিসি কোর্ট চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। এতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম শাহীনসহ জেলার সাঁতারুরা অংশ নেন। সমাবেশ থেকে পানিতে ডুবে শিশুদের মৃত্যু প্রতিরোধে সাঁতার শেখানোর আহ্বান জানানো হয়।