হোম > ছাপা সংস্করণ

শ্রাদ্ধে হাজির হনুমান, খেয়ে গেল ভাত-মাছ

ফরিদপুর সংবাদদাতা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতিকবিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা প্রয়াত প্রশান্ত সাহার শ্রাদ্ধ অনুষ্ঠানে দেখা গেছে ভিন্ন এক চিত্র। গতকাল শুক্রবার বিকেলে শ্রাদ্ধ অনুষ্ঠানে প্রশান্ত সাহার পৌর সদরে সরকারি কলেজ রোডের বাসভবন শর্বরী হাউসে চলছিল অনুষ্ঠান। এ শ্রাদ্ধ অনুষ্ঠানে ঢুকে পড়ে খাবারের সন্ধানে লোকালয়ে ঘুরে বেড়ানো দলছুট একটি হনুমান।

সব টেবিলে আমন্ত্রিত অতিথিরা যখন খাওয়া-দাওয়া করছিলেন, তখন ফুল মজলিশে দলছুট এ হনুমান ঢুকে পড়ে। তিন-চারটা টেবিল পার হয়ে সোজা গিয়ে একটা টেবিলে উঠে বসে পড়ে।

সবদিকে তাকিয়ে শেষ পর্যন্ত ওই টেবিলের একপাশে বসা স্থানীয় সাংবাদিক কাজী আমিনুল ইসলামসহ তিনজনের প্লেট নিয়ে খেতে বসে পড়ে। এ সময় ওই টেবিলে বসা আমন্ত্রিত অতিথিরা চেয়ার ছেড়ে ভয়ে উঠে পড়েন। অন্য টেবিল থেকেও অতিথিরা গিয়ে এ দৃশ্য উপভোগ করেন।

পরে প্রশান্ত সাহার স্ত্রী কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের সহকারী অধ্যাপক মিনু সাহা ও তাঁদের ছেলের বউ শ্রেয়া সাহা আরও ভাত, মাছ, মিষ্টি, দই নিয়ে দেন। খাওয়া শেষ করে জগ থেকে পানি খেয়ে কেতাদুরস্তভাবে মজলিশ ছেড়ে চলে যায় হনুমানটি।

শ্রাদ্ধ অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, বোয়ালমারী পৌরসভার মেয়র সেলিম রেজা লিপনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন