হোম > ছাপা সংস্করণ

৮ মামলায় আসামি ১৪ শতাধিক নেতা-কর্মী

নিজস্ব প্রতিবেদক, সিলেট

বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশ ঘিরে দলটির ১৪ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। বিভাগের তিন জেলার বিভিন্ন স্থানে সমাবেশের প্রচারণায় পুলিশি বাধা ও সরকারদলীয় নেতা-কর্মীদের হামলার ঘটনায় দায়ের করা আটটি মামলায় বিএনপির দায়িত্বশীল নেতাদের আসামি করা হয়।

গতকাল রোববার বিভাগীয় গণসমাবেশ-পরবর্তী স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব দাবি করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানা, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, ওসমানীনগর ও কানাইঘাট, মৌলভীবাজার সদর, হবিগঞ্জের লাখাই ও বানিয়াচং থানায় এসব মামলা করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ১৯ নেতা-কর্মীকে।এসব মামলা প্রত্যাহার করে নেতা-কর্মীদের মুক্তির দাবি করেন আব্দুল কাইয়ুম চৌধুরী।

এ সময় বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশ সফলে দলের নেতা-কর্মী, সাংবাদিক, সিলেটবাসী ও সরকারের প্রতি ধন্যবাদ জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সাংবাদিকেরা দেশের প্রথম শক্তি বলে অভিমত ব্যক্ত করেন বিএনপির এই নেতা।

নগরের দরগাগেটে একটি হোটেলে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীর সঞ্চালনায় সিলেট জেলা ও মহানগর শাখা আয়োজিত মতবিনিময় সভায় ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি।

উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, ড. এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সদস্যসচিব মিফতাহ্ সিদ্দিকী, মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপি নেতা আশিক উদ্দিন, মামুনুর রশিদ মামুন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ চৌধুরী শামীম, রেজাউল হাসান কয়েস লোদী, হাবিবুর রহমান, সৈয়দ মিছবাহ উদ্দিন, ইমদাদ হোসেন চৌধুরী, সৈয়দ মঈন উদ্দিন সুহেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা বিএনপি নেতা হাসান আহমদ পাটোয়ারী রিপন, সিদ্দিকুর রহমান পাপলু, ইস্তিয়াক সিদ্দিকী, তাজরুল ইসলাম তাজুল, আবু তাহের, কোহিনূর আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী ও সদস্যসচিব আফসর খাঁন প্রমুখ। 

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন