হোম > ছাপা সংস্করণ

ছেলের নাম ‘মেসি’ রাখবেন নেইমার

ক্রীড়া ডেস্ক

বার্সেলোনা ছেড়ে ২০১৭ সালে  রেকর্ড গড়া ২২২ মিলিয়ন ইউরোতে পিএসজিতে যোগ দিয়েছিলেন নেইমার। এই রেকর্ড এখনো অক্ষুণ্ন। তবে একের পর এক চোট ব্রাজিলিয়ান সুপারস্টারকে বারবার হতাশ করেছে। পিএসজিকে জেতাতে পারেননি চ্যাম্পিয়নস লিগ। ব্রাজিলকে এনে দিতে পারেননি ‘হেক্সা’।

২০২২ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে গোল করেও কাঁদতে হয়েছিল নেইমারকে। টাইব্রেকারে হেরে সেলেসাওদের বিদায়ে তাঁর কান্নাভেজা চোখ দেখে কেঁদেছিল লাখো ব্রাজিলভক্ত। কাতার বিশ্বকাপের পর পেরিয়ে গেছে সাত মাস। তবু এ ঘটনা ভুলতে পারেননি নেইমার। ব্রাজিলের অন্যতম জনপ্রিয় ইউটিউবার ও স্ট্রিমার কাসিমিরোর ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে সেই সময়ের স্মৃতি উগরে দিয়েছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার।

নেইমারের এই সাক্ষাৎকার প্রকাশ করেছে ব্রাজিলিয়ান ক্রীড়ামাধ্যম গ্লোবো। বিশ্বকাপ থেকে বিদায়ের কষ্ট তিনি তুলে ধরেছেন এভাবে, ‘আমি টানা পাঁচ দিন কেঁদেছি। স্বপ্নভঙ্গ হলে তা খুব কষ্ট দেয়।’ এই কষ্ট থেকে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে চেয়েছিলেন নেইমার, ‘সত্যি বলতে, বিশ্বকাপের পর আমি ফিরতে চাইনি (ব্রাজিল দলে)। বিশ্বকাপের পর আমি আর কষ্ট পেতে চাইনি।’

নেইমার ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলেছিলেন পুরোপুরি ফিট না হয়ে। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে গোড়ালিতে চোট পেয়ে দুই ম্যাচের জন্য ছিটকে যান। ব্রাজিলের বিদায়কে জীবনের সবচেয়ে বাজে মুহূর্ত মনে করেন নেইমার, ‘এটা আমার জীবনের সবচেয়ে বাজে মুহূর্ত। একজন আমার পাশে কাঁদছিল, আরেকজন অন্য পাশে। পুরো পরিবেশ ভারী হয়ে উঠেছিল। এমন অভিজ্ঞতার ভেতর দিয়ে আর যেতে চাই না।’

সাক্ষাৎকারের ফাঁকে ফাঁকে বেশ মজাও করেছেন নেইমার। কাসিমিরো তাঁকে জিজ্ঞেস করেছিলেন, ‘তোমার সন্তান যদি ছেলে হয়, তার কী নাম দেবে?’ নেইমারের উত্তর, ‘মেসি’।

লিওনেল মেসির সঙ্গে নেইমারের সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। দুই লাতিন তারকা খেলেছেন বার্সেলানা ও পিএসজিতে। তবে মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপ্পের মতো তারকা থাকা সত্ত্বেও সফল হয়নি ‘পিএসজি প্রজেক্ট’। কী কারণে ব্যর্থ হয়েছে বিশ্বের এই ভয়ংকর আক্রমণ জুটি, সে সম্পর্কে ইএসপিএন ব্রাজিলকে দেওয়া আরেক সাক্ষাৎকারে নেইমার বলেছেন, ‘গ্যালাকটিকো যুগেও রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়নস লিগ জেতেনি। আমাদের নিয়ে পিএসজি দারুণ এক দল গড়া হয়েছিল। তবে এই ব্যর্থতা সম্পূর্ণ ফুটবলীয়।’

ফেব্রুয়ারিতে লিলের বিপক্ষে লিগ ম্যাচে গোড়ালির চোটে পড়েন নেইমার। এরপর আর পিএসজির হয়ে দেখা যায়নি তাঁকে। 

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন