হোম > ছাপা সংস্করণ

আটক যুবককে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে

বগুড়া প্রতিনিধি

বগুড়ার সদর উপজেলায় ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী মোহন (১৮) হত্যা মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম আবু তোহা খন্দকার (২২)। গত বুধবার রাতে মামলার পর তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম। এর আগে মঙ্গলবার সন্দেহভাজন হিসেবে তাঁকে আটক করা হয়েছিল।

কাহালু উপজেলার বাসিন্দা তোহা খান্দার এলাকার স্থানীয় একটি গ্যারেজের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতেন।

মোহন হত্যাকাণ্ডের ঘটনায় গত বুধবার রাতে সদর থানায় মামলা করেন নিহতের মা শাহিনুর বেগম। মামলায় আটজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও আট থেকে দশজনকে আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, মোহন খান্দার এলাকা থেকে তার দুই বন্ধু লিখন ও বাপ্পিকে নিয়ে মোটরসাইকেলে ফুলতলায় বাড়িতে ফিরছিলেন। পথে খান্দার সিঅ্যান্ডবি গোডাউনের সামনে তাদের মোটরসাইকেলের গতিরোধ করেন আসামিরা। ওই সময় তাঁরা লাঠিসোঁটা দিয়ে মোহন, বাপ্পি ও লিখনকে বেধড়ক পেটান। একপর্যায়ে মোহনের কোমরের নিচে ও ঊরুতে ছুরিকাঘাত করা হয়। পরে আহত তিনজনকে অটোরিকশায় করে শজিমেক হাসপাতালে পাঠিয়ে দেন আসামিরা।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, নিহত মোহনের মা বাদী হয়ে বুধবার রাতে হত্যা মামলা করেন। একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন