দাউদকান্দি প্রতিনিধি
দাউদকান্দির আঙ্গাউড়ার বেসরকারি ভিক্টোরিয়া হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুকান্ত সাহা অভিযান চালিয়ে হাসপাতালটিতে তালা ঝুলিয়ে দেন। এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শহীদুল ইসলাম উপস্থিতি ছিলেন।
ডা. শহীদুল ইসলাম জানান, অস্ত্রোপচার জটিলতায় লাকি আক্তার নামের এক প্রসূতি মৃত্যুর খবর তাঁরা পেয়েছেন। এ সূত্র ধরে হাসপাতালটি পরিদর্শনে আসেন তাঁরা। এ সময় লাইসেন্স, জনবল এবং প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ।
বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল ইসলাম খানকে লিখিতভাবে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। এরপর গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে হাসপাতালটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
গত ১৯ নভেম্বর প্রসূতি লাকি আক্তারকে ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর অস্ত্রোপচারে জটিলতা দেখা দেয়।