মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
মঠবাড়িয়ায় পূর্ব শত্রুতার জের ধরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে রাহাত হাওলাদার (২০) হত্যার ঘটনায় মামলা হয়েছে। রাহাতের বাবা শাহ আলম হাওলাদার বাদী হয়ে গতবার রাতে ১২ জনকে এজাহারভুক্ত ও ১০–১৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি করেন।
এ ঘটনায় পুলিশ এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার আসামিরা তিনজনই কিশোর।
উল্লেখ্য গত শনিবার রাতে উপজেলার মহারাজ মৃধা বাড়ি নামক স্থানে শুভর ওপর হামলা চালানো হয়। এ সময় শুভকে বাঁচাতে তাঁর বন্ধুরা এগিয়ে এলে আহত হয় রাহাত, সানাউল, আরিফ ও লতিফ। পরে তাঁদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রাহাতকে মৃত ঘোষণা করেন।
মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) আব্দুল হক জানান, এ ঘটনায় নিহতের বাবা মামলা করেছেন। তিন আসামিকে গ্রেপ্তার করে সোমবার আদালতে পাঠানো হয়েছে।