নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ট্রেনের যাত্রীদের কাছ থেকে এবং কোর্ট হিলে বুথ বসিয়ে সরাসরি অভিযোগ নিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল বৃহস্পতিবার থেকে এ বুথ স্থাপন করে ওই দুই স্থানে অবস্থান নেন দুদকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
দুদক চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক মো. এমরান হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আগামী ৩ আগস্ট চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শাহ আলম বীরউত্তম অডিটোরিয়ামে গণশুনানি অনুষ্ঠিত হবে। রেলওয়ের বিরুদ্ধে যেসব নির্দিষ্ট অভিযোগ পাওয়া যাবে, সেগুলো যাচাই-বাছাই করে উপস্থাপন করা হবে।’
সরেজমিন রেলস্টেশনে দেখা গেছে, চেয়ার নিয়ে বসে যাত্রীদের কাছ থেকে সুনির্দিষ্ট অভিযোগ নিচ্ছেন দুদকের কর্মকর্তারা। পাশাপাশি পর্যবেক্ষণও করছেন তাঁরা। তাঁদের এ কার্যক্রম এক সপ্তাহ চলবে। বিভিন্ন লিফলেটে রেলওয়ের বিরুদ্ধে অভিযোগ থাকলে জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে।
এদিকে সকাল থেকে স্টেশনে দুদকের কার্যক্রমের পর পাল্টে গেছে দৃশ্যপট। সকাল সকাল সবাই দপ্তরে এসে যার যার কাজ করছেন। যাত্রীরাও টিকিট পাচ্ছেন। কাউন্টারে কোনো ভিড় দেখা যায়নি।
একইভাবে কোতোয়ালি থানার কোর্ট হিলে বুথ স্থাপন করেছে দুদক। দুদক চট্টগ্রামের নাজমুস সাদাত বলেন, ‘সাধারণ মানুষের অভিযোগ নেওয়ার জন্য কোর্ট হিলে ডিসি অফিসের সহায়তায় তথ্যকেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব তথ্যকেন্দ্রে যে কেউ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন।’