কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আজ বুধবার। এই তিন ইউনিয়নে শুধু সদস্য পদেই লড়াই হবে। উপজেলার হিরণ, কুশলা ও কলাবাড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
হিরণ ইউনিয়নে মাজাহারুল আলম পান্না, কুশলা ইউনিয়নে চৌধুরী সুলতান মাহামুদ কালু ও কলাবাড়ি ইউনিয়নে অ্যাডভোকেট বিজন বিশ্বাস নির্বাচিত হয়েছেন। তাই এই তিন ইউনিয়নে শুধু সদস্য পদেই লড়াই হবে। এ সকল ইউনিয়নে সাধারণ সদস্য পদে ১০২ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা খায়রুল হাসান বলেন, তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের সব মালামাল সংশ্লিষ্ট কেন্দ্রে পাঠানো হয়েছে। আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ বলেন, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্বাচনের দিন প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।