টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙা মাদ্রাসার জুম্মার নামাজ শেষে পাটগাতী-গোপালগঞ্জ সড়কে প্রায় চার ঘণ্টা ধরে যানজটের সৃষ্টি হয়। দুজন ট্রাফিক পুলিশ দায়িত্বে থাকলেও তীব্র যানজটের কারণে তাঁদের হিমশিম খেতে হয়। ঠিক তখনই ট্রাফিক পুলিশের ভূমিকা পালন করতে দেখা যায় টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলকে।
গত শুক্রবার বিকেলে পৌর এলাকার পাটগাতী বাসস্ট্যান্ড সড়কে ট্রাফিক পুলিশের ভূমিকায় তাঁকে দেখা যায়।
জানা যায়, তিন দিন ধরে গওহরডাঙা মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল হয়। মাহফিলের তৃতীয় দিন মাদ্রাসার জুম্মার নামাজে দেশের বিভিন্ন স্থান থেকে আগত লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমানেরা অংশগ্রহণ করেন। নামাজ শেষে পাটগাতী বাসস্ট্যান্ডে প্রায় চার ঘণ্টা ধরে যানজটের সৃষ্টি হয়।
পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল বলেন, মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে নিজেই ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেন তিনি।