হিলি স্থলবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হিলিতে ভেজাল ও নিম্নমানের বীজ ও কীটনাশক বিক্রির অভিযোগে চার দোকানিকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার দুপুরে হিলি বাজারে বিভিন্ন বীজের দোকানে অভিযান চালান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেজবাহুর রহমান।
সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, নিয়মিত অভিযানের পাশাপাশি হাকিমপুর উপজেলা কৃষি অফিসের সহায়তায় হিলিতে সার, কীটনাশক ও বীজের দোকানগুলো তদারকি করেছি। এ সময় ভেজাল, নিম্নমানের বীজ ও কীটনাশক বিক্রির জন্য চার বীজ দোকানিকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তাদের অধিকার রক্ষায় আমাদের অভিযান সব সময় অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, আমাদের হটলাইন নম্বরে (১৬১২১) ক্ষতিগ্রস্ত যে কেউ অভিযোগ জানালে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।