যশোর প্রতিনিধি
যশোরে গত শুক্রবার সকাল থেকেই চলছিল কুয়াশার সঙ্গে সূর্যের লুকোচুরি। ১২টার পর সূর্য পুরোপুরি চলে যায় ঘন কুয়াশা আর মেঘের আড়ালে।
গতকাল শনিবারও ছিল একই অবস্থা। এরপর শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এতে দিনভর ভোগান্তি পোহাতে হয়েছে মানুষকে। সঙ্গে কনকনে হিমেল হাওয়া দুর্ভোগ আরও বাড়িয়েছে।
জেলা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, গতকাল ভোর ৬টায় যশোরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস।
গতকালের মতো আজ রোববার এবং আগামীকাল সোমবারও জেলায় বিরূপ আবহাওয়া থাকতে পারে। এ সময়ে জেলায় ঘন কুয়াশা দেখা যাবে। হতে পারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও। সূর্যের দেখা নাও মিলতে পারে।
আরও জানা গেছে, দু-এক দিনের মধ্যে মেঘ কেটে যাবে। সেই সঙ্গে কুয়াশা পরিস্থিতিরও উন্নতি হবে। সেই সঙ্গে বাড়বে শীতের প্রকোপ। এ সময়ে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।