হোম > ছাপা সংস্করণ

ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবির সম্পাদক পিকুল

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির বার্ষিক নির্বাচন হয়েছে। ফরিদপুর প্রেসক্লাবে গত সোমবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। এই নির্বাচনে মোট ১৮টি পদের মধ্যে ১৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা হয়। বাকি পাঁচটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কবিরুল ইসলাম সিদ্দিকী। তিনি এর আগে পাঁচ বার সভাপতি ছিলেন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাহাবুবুল ইসলাম পিকুল।

সহসভাপতি পদে বিজয়ী তিনজন হলেন, শেখ ফয়েজ আহম্মেদ, সঞ্জিব দাস ও সাজ্জাদ হোসেন রনি।

সহসাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন শেখ মফিজুর রহমান শিপন। অর্থ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন শেখ মনির হোসেন।

এ ছাড়া দপ্তর সম্পাদক পদে আসাদুল হক (আসাদ), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আবিদুর রহমান নিপু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে জাহিদুল ইসলাম, তথ্যপ্রযুক্তি ও পাঠাগার সম্পাদক পদে মুইজ্জুর রহমান রবি ও ক্রীড়া সম্পাদক পদে মনির কুমার দাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত ছয়জন হলেন, এস এম মাসুদুর রহমান তরুণ, সিরাজুল ইসলাম, এস এম জাহিদ, হাসানুজ্জামান, রুহুল আমীন ও নুরুল ইসলাম আনজু।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন শফিকুল ইসলাম। নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন রেজাউল করিম ও শেখ সাইফুল ইসলাম।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন