নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পৃথিবীতে ফাইভ-জি’র সূচনা হয়েছে ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি। এর মাত্র দুই বছরের ব্যবধানে বাংলাদেশ ফাইভ-জি’র যুগে যাবে, এটা হয়তো উন্নত দেশগুলো চিন্তাও করতে পারেনি বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার। গতকাল শনিবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘বঙ্গবন্ধুর রাষ্ট্র সৃষ্টি বিপ্লব: স্বাধীনতার ৫০ বছরের অগ্রগতি ও প্রতিবন্ধকতা’ শীর্ষক আলোচনা সভা ও ‘বাংলাদেশ: সংগ্রাম, সিদ্ধি, মুক্তি’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমানের সভাপতিত্বে বক্তৃতা করেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক পবিত্র সরকার প্রমুখ।