আকাশ আহমেদ, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম)
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গত এক সপ্তাহে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪২ শিক্ষকের করোনা শনাক্ত হয়েছে। সর্বশেষ গত বৃহস্পতিবার ১০ শিক্ষকের করোনা শনাক্ত হয়েছে। এতে শিক্ষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
যেসব শিক্ষকের করোনা শনাক্ত হয়েছে, তাঁরা সবাই আইসোলেশনে আছেন বলে জানা গেছে।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, বৃহস্পতিবার ১০ শিক্ষকের করোনা শনাক্ত হওয়ার খবর পেয়েছেন। তবে অফিসে প্রতিবেদন না আসায় তাঁদের ও বিদ্যালয়ের নাম জানা যায়নি। এর আগে গত বুধবার ৯ বিদ্যালয়ের ৯ শিক্ষকের করোনা শনাক্ত হয়।
করোনা শনাক্ত হওয়া শিক্ষকেরা হলেন বেতাগী ইউনিয়নের প্রফেসর এ হালিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পারভীন আকতার, ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শামীম আক্তার, মরিয়মনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নুসরাত সোলতানা, সাহাব্দীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিজয় বড়ুয়া ও জঙ্গল পারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দীপেন বৈদ্য, খীলমোগল ঈশান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুজন বড়ুয়া, বেতছড়ি জাহাঙ্গীরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাজী মো. শাহীনুর আলম, রাজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাহিদা আকতার, ধর্মানন্দ বৌদ্ধ অনাথালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপর্ণা বড়ুয়া।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, পোমরা ইউনিয়নের বাচাশাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিজিয়া সোলতানা ১২ জানুয়ারি সর্বপ্রথম করোনায় আক্রান্ত হন। এরপর একই বিদ্যালয়ের অন্য ৩ শিক্ষকের নমুনা পরীক্ষা করা হয়। পরদিন ১৩ জানুয়ারি আরও দুই শিক্ষকের করোনা পজিটিভ আসে। এরপর শিক্ষকদের মধ্যে করোনা ভীতি শুরু হয়।
এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা হিন্দোল বারী বলেন, ‘উপজেলার বিদ্যালয়গুলোতে প্রতিদিনই ৪ থেকে ৫ জন শিক্ষকের করোনা পজিটিভ আসছে। যাঁদের পজিটিভ আসছে, তাঁদের আইসোলেশনে থাকতে বলা হচ্ছে। এ ছাড়া প্রত্যেক শিক্ষককে করোনার নমুনা পরীক্ষা করতে বলা হয়েছে।’