সোহেল মারমা, চট্টগ্রাম
সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যায় দুই সন্তানের বর্ণনা জানতে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মামলার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, আজ রোববার এ বিষয়ে আদালতে শুনানির সম্ভাবনা রয়েছে।
মামলাটির তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবে ও মামলার রহস্য উদ্ঘাটনে তাদের (বাবুলের দুই সন্তান) সঙ্গে কথা বলা প্রয়োজন। এ জন্য তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করা হয়েছে। এ খুনের ঘটনায় ছেলে প্রত্যক্ষদর্শী হিসেবে থাকলেও এখন পর্যন্ত তার কোনো বক্তব্য নেওয়া হয়নি, তার সঙ্গে কথা বলা হয়নি। এ ছাড়া মেয়ের সঙ্গে কথা বলা হয়নি। তাই তাদের সঙ্গে কথা বলতে আদালতে আবেদন করেছি।’
গত সপ্তাহে তাঁরা এই আবেদন করেছিলেন উল্লেখ করে তদন্ত কর্মকর্তা বলেন, ‘আদালত এখনো আবেদনের ওপর শুনানি করেননি। রোববার এ বিষয়ে শুনানির সম্ভাবনা রয়েছে।’
গত বছরের জুনে পিবিআইয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত বাবুল-মিতু দম্পতির সন্তানদের শিশু আইনে জিজ্ঞাসাবাদে অনুমতি দেওয়া হন। চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক ফেরদৌস আরা চৌধুরী তাঁদের জেলা সমাজকল্যাণ কার্যালয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। তবে পরবর্তীতে পিবিআই থেকে বিষয়টির আর অগ্রগতি হয়নি।
তদন্ত কর্মকর্তা ওমর ফারুক বলেন, মিতুর বাবা মোশাররফ হোসেনের করা মামলায় তৎকালীন তদন্ত কর্মকর্তা ওই আবেদনটি করেছিলেন। তখন তাঁদের জিজ্ঞাসাবাদ করা যায়নি। বর্তমানে যে আবেদন করা হয়েছে, তা বাবুল আক্তারের করা মামলায়।
জানতে চাইলে তৎকালীন তদন্ত কর্মকর্তা ও বর্তমানে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা আজকের পত্রিকাকে বলেন, করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতির কারণে মিতুর সন্তানদের পরবর্তীতে আর জিজ্ঞাসাবাদ সম্ভব হয়ে ওঠেনি।
মিতু হত্যায় নিহতের স্বামী জড়িত বলে দাবি পিবিআইয়ের দাবি করে আসছে। তবে এখনো এ সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে জোরালো কোনো প্রমাণ দাঁড় করাতে পারেনি সংস্থাটি।