সিলেট সংবাদদাতা
মাদকদ্রব্যের ভয়াবহতা রোধকল্পে রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে সামাজিক সচেতনতা বাড়াতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার নগরীর আখালিয়ায় বীরেশ চন্দ্র উচ্চবিদ্যালয় মাঠে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। সেমিনারের আগে জেলা তথ্য অফিসের সহযোগিতায় চলচ্চিত্র প্রদর্শন
করা হয়।
ক্লাব প্রেসিডেন্ট মোহাম্মদ সামছুদ্দিনের সভাপতিত্বে ও প্রোগ্রাম চেয়ারম্যান এম এ রহিমের পরিচালনায় সেমিনারে বিশেষ অতিথি ছিলেন সিটি কাউন্সিলর ইলিয়াছুর রহমান ও রেবেকা বেগম, বীরেশ চন্দ্র হাই স্কুলের প্রধান শিক্ষক অর্জুন চন্দ্র দাশ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেটের পরিদর্শক মো. কবিরুল হাসান।
ক্লাবের পক্ষ থেকে বক্তব্য দেন আব্দুল মুকিত, ড. শহিদুল ইসলাম, বিকাশ কান্তি দাস ও আহমেদ রশিদ চৌধুরী।
শিক্ষকদের মধ্যে সার্বিক সহযোগিতা করেন শিমুল চক্রবর্তী, আখলাক হোসেন, ফুকরাজ মৌলী সুলতানা, পপি রানী দাশ, সুলতানা আক্তার রুমা ও এ্যানি দাশ।
সেমিনারে প্রধান অতিথি সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, মাদকদ্রব্যের ব্যবহার সামাজিক ব্যাধিতে রূপ নিচ্ছে। মাদকের বিস্তার রোধ করতেই হবে। এ জন্য সামাজিক সচেতনতার বিকল্প নেই।