নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যেকোনো ফাইনালের আগে সংবাদ সম্মেলনে সাধারণত পরদিন ম্যাচে দুই দলের মানসিকতা কেমন হবে সেই সম্পর্কে খানিকটা আঁচ পাওয়া যায়। উভয় দলের কোচ-অধিনায়ক প্রতিপক্ষের দুর্বলতা নিয়ে কাটাছেঁড়া করেন, কথা দিয়ে চেষ্টায় থাকেন একে-অন্যকে মানসিকভাবে কাবু করার। আজ সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে গতকাল সংবাদ সম্মেলনে বাংলাদেশ-ভারত কোচ অবশ্য সেই কৌশলের ধারেকাছেও গেলেন না। শিরোপা ছাপিয়ে দুই কোচের চাওয়া ‘প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ’ এক ফাইনাল।
জাতীয় পর্যায়ে ভারতের মেয়েদের বিপক্ষে কখনোই জয় পায়নি বাংলাদেশ। তবে বয়সভিত্তিক ফুটবলে দুই দলের লড়াইটা সমানে সমান। অনূর্ধ্ব-১৪ থেকে অনূর্ধ্ব-১৮ পর্যায়ের ফুটবলের বাংলাদেশ-ভারত মেয়েদের চার ফাইনালে সমান দুই জয়ই যার প্রমাণ। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে সন্ধ্যা ৬টার ম্যাচে দুই দেশের পঞ্চম ফাইনালে জিতে কে থাকবে এগিয়ে, সেই মীমাংসাটা হয়ে যাবে আজই।
ফাইনালে নামার আগে অবশ্য মনস্তাত্ত্বিক দিক থেকে এগিয়ে স্বাগতিকরাই। গ্রুপপর্বের ম্যাচে পেনাল্টি থেকে শামসুন্নাহার সিনিয়রের একমাত্র গোলে ভারতকে হারিয়েছিলেন মারিয়া মান্ডারা। রেফারির সেই সিদ্ধান্তে সোজাসাপ্টা কিছু না বললেও গতকালকের সংবাদ সম্মেলনে প্রচ্ছন্ন খোঁচা দিতে ছাড়লেন না ভারত কোচ অ্যালেক্স অ্যামব্রোস, ‘আমরা শুধু রেফারির সিদ্ধান্তের অপেক্ষায় থাকি না। আমরা আমাদের সুযোগ নষ্ট করেছি। ৯০ মিনিট খেলে ভালো ফল করার সুযোগও ছিল। নিশ্চয় বসে থেকে থেকে এমন কিছু করার চেষ্টা করব না, যা আমাদের হাতে নেই।’
সাফ অনূর্ধ্ব-১৮ থেকে নাম পাল্টে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ভারতের সঙ্গে ভালো খেলে শিরোপা ধরে রাখার প্রত্যাশা বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটনের, ‘মেয়েরা প্রথম থেকে ভালো খেলছে। ভারতের বিপক্ষে তারা স্বাভাবিক খেলাটাই খেলবে। সুযোগ কাজে লাগাতে হবে। আমাদের সামনে আরেকটা ম্যাচ আছে আর সেটা ফাইনাল। আমি মনে করি, এই ম্যাচটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। মেয়েরা যে ফুটবল খেলছে ভারতের বিপক্ষে, সে ধারাবাহিকতা বজায় থাকবে।’ আর বাংলাদেশ অধিনায়ক মারিয়া মান্ডা বললেন, ‘ভারতকে হারানোর সামর্থ্য আমাদের আছে। আমরা সেটা মাঠেই করে দেখাব। জয় নিয়েই মাঠ ছাড়ব।’