পীরগঞ্জ প্রতিনিধি
পীরগঞ্জে জাগরণী সপ্তাহ উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিরোদা রানি রায়। এতে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুল ইসলামসহ বিভিন্ন গ্রাম সমিতির সভাপতি ও সম্পাদকেরা বক্তব্য রাখেন।
জানা গেছে, আগামী ১৪ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত সুদমুক্ত ক্ষুদ্র ঋণের বিষয়ে জাগরণী সপ্তাহ অনুষ্ঠিত হবে। উপজেলার ১৫টি ইউনিয়নের শতাধিক গ্রামে সমাজসেবা দপ্তরের অধীনে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ প্রকল্প গ্রাম কমিটি রয়েছে। ওই কমিটির সদস্যদের মাঝে উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে চারটি খাতে সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়ে থাকে। সদস্যরা কিস্তি প্রদানে যেন গড়িমসি না করে, পাশাপাশি সদস্যদের মাঝে সামাজিক দায়বদ্ধতা সৃষ্টির লক্ষ্যেই গতকাল ওই সভার আয়োজন করা হয় বলে জানিয়েছেন সমাজসেবা কর্মকর্তা আরিফুল ইসলাম।