নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নগরের পাহাড়তলী রেলওয়ের সেল ডিপো থেকে (পুরোনো মালামাল রাখার স্থান) ৭৯৩ কেজি মালামাল চুরি হয়েছে। এই ঘটনায় জড়িত সংঘবদ্ধ চোর চক্রের পাশাপাশি নিরাপত্তায় নিয়োজিত আরএনবির এক সদস্যের নাম উঠে এসেছে। ভিডিও ফুটেজেও তার প্রমাণ পাওয়া গেছে।
গত রোববার এ ঘটনায় সেল ডিপোর বর্তমান এসই মো. গোলাম রাব্বানী ও পাহাড়তলীর এসএসই মোহাম্মদ ইউনুছ রেলওয়ের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেনকে অবহিত করে চিঠি দিয়েছেন।
চিঠিতে উল্লেখ করা হয়, ১৯ ও ২০ মার্চ ভোর ৩টা ৫৫ থেকে ৪টা ১৫ মিনিটে সিসিটিভির ফুটেজে দেখা গেছে, সেল ডিপোর পশ্চিম পাশে সীমানা প্রাচীরের ওপর দিয়ে একজন প্রবেশ করেন। ৯ নম্বর বিটের এক্সেল গাইডের লট থেকে ৬১টি (প্রতিটির ওজন ১৩ কেজি) মালামাল চুরি করে।
সূত্র জানায়, ওই চোর চক্রের সঙ্গে জড়িত ছিলেন পাহাড়তলী স্টেশনের হাবিলদার কৃষ্ণ ও সিপাহি হাফিজ। মালামাল বিক্রি করে ৫০০ টাকা করে তাঁদের দেন চোর চক্রের সদস্যরা।
চুরির ঘটনার দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট (পূর্ব) শফিকুল ইসলাম মৃধা বলেন, তাঁদের রিমান্ডের জন্য আবেদন করা হবে।
আরএনবির হাবিলদার কৃষ্ণের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে শফিকুল বলেন, ‘জিজ্ঞাসাবাদে তাঁর নাম উঠে এসেছে। বিষয়টি খতিয়ে দেখছি। জড়িত প্রমাণ হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’