বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে সপ্তম শ্রেণির এক ছাত্রী বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে।
ইউএনও মারিয়াম খাতুন গত বুধবার রাতে উপজেলার একটি গ্রামে ছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করেন।
ইউএনও মারিয়াম আজকের পত্রিকাকে জানান, তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন একটি গ্রামের সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক মেয়ের বিয়ের আয়োজন করা হয়েছে। এ ঘটনায় তিনিসহ মহিলাবিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে হাজির হন। তাঁদের দেখে মেয়ের মাসহ অন্যরা বাড়ি থেকে পালিয়ে যান।
মেয়ের বাবা পরে ১৮ বছরের আগে মেয়েকে বিয়ে দেবেন না মর্মে লিখিত মুচলেকা দিয়ে ছাড়া পান। একই সঙ্গে বাল্যবিবাহের আয়োজন করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।