হোম > ছাপা সংস্করণ

আ.লীগ প্রার্থীর হার স্বতন্ত্র প্রার্থীর জয়

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ইভিএমের মাধ্যমে গত বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রার্থীর পরাজয় হয়েছে এবং স্বতন্ত্র প্রার্থী বিজয় লাভ করেছে।

প্রাপ্ত ভোটে স্বতন্ত্র প্রার্থী ওয়ালিদ হাসান মামুন আটো রিকশা প্রতীকে ৩ হাজার ৭৯১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রার্থী আওয়ামী লীগের নৌকা প্রতীকের বর্তমান চেয়ারম্যান হাবিবুল বাসার ২ হাজার ৭৯৬ ভোট পান।

সরেজমিনে ঘুরে দেখা যায়, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রথমবার ইভিএম এ ভোট হওয়ায় ভোট দিতে দেরি হয়েছে। অনেকের হাতের আঙুলের ছাপ না মেলায় ভোট দিতে পারেনি। তবে নির্ধারিত সময়ে ভোট গ্রহণ সম্পূর্ণ না হওয়ায় উপস্থিত ইনক্লোজারের মধ্যে ভোটারদের ভোট বিকেল ৪টার পরও গ্রহণ করা হয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা এবিএম আজমল হোসেন জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণে অধিক আইনশৃঙ্খলা বাহিনীর মাঠে কাজ করেন। নির্বাচনে ৬৬.৭১% শতাংশ ভোটার তাঁদের ভোট দেন। এতে ওয়ালিদ হাসান মামুন ঘোড়া প্রতীকে ৩ হাজার ৭৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়। তাঁর নিকটতম প্রার্থী নৌকা প্রতীকের হাবিবুল বাসার ২ হাজার ৭৯৬ ভোট পেয়েছেন। উপজেলা পরিষদ মিলনায়তনে রাত ৮টায় নির্বাচনী এ ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা এবিএম আজমল হোসেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিকুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন।

এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১২ হাজার ৮৫৯ জন। এর মধ্যে পুরুষ ৬ হাজার ৫৭৯ এবং মহিলা ভোটার ৬ হাজার ২৮০ জন।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন