হালুয়াঘাট প্রতিনিধি
সারা দেশেরে ন্যায় ময়মনসিংহের হালুয়াঘাটে ‘নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ শুরু হয়েছে। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই প্রতিরোধ পক্ষ চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।
এ উপলক্ষে হালুয়াঘাট উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা করা হয়েছে।
এতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন। এ সময় ইউএনও মো. রেজাউল করিমের সভাপতিত্বে বিভিন্ন বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে প্রতিবছর ২৫ নভেম্বর নারীর বিরুদ্ধে সহিংসতা দূরীকরণের দিবস থেকে এই পক্ষ শুরু হয়।