হোম > ছাপা সংস্করণ

হাতের ছাপে ফ্লেমিংগো বানাও

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফ্লেমিংগো পাখি দেখেছ তোমরা? সাদা, কমলা বা গোলাপি রঙের মিলমিশের পাখিটি আফ্রিকা, দক্ষিণ-পশ্চিম ইউরোপ ও দক্ষিণ এশিয়ার জলাভূমি অঞ্চলে থাকে। তুমি কিন্তু চাইলে এ পাখিটি নিয়ে আসতে পারো ঘরের ভেতর।

বানাতে যা লাগবে

  • লাল, কমলা বা গোলাপি রঙের কাগজ।
  • ঠোঁট বানাতে হলুদ আর চোখ বানাতে সাদা রঙের কাগজ।
  • মার্কার পেন ও পেনসিল।
  • আইকা।
  • কাঁচি।

চলো বানাই

  • ফ্লেমিংগো বানাতে যেকোনো একটি রঙের কাগজ বেছে নিয়ে তার ওপর নিজের হাতটা রাখো। এবার পেনসিল দিয়ে আউটলাইন করে নাও। কাঁচি দিয়ে কেটে ফেলো হাতের ছাপ।
  • এবার লাল কাগজের ওপরই বাবল লেটারে অঙ্কে ১ লিখে সেটাও কেটে নাও।
  • কেটে রাখা হাতের ছাপের ওপর অঙ্কে লেখা ও কেটে নেওয়া ১ সংখ্যাটিকে উল্টো করে লাগিয়ে নাও আইকা দিয়ে। হাতের ছাপ হলো পাখির শরীর ও উল্টো করে লাগানো ১ হলো গলা ও মাথা।
  • এরপর লাল কাগজ লম্বা লম্বা করে কেটে বানাও পা। আইকা দিয়ে পা দুটো লাগিয়ে নাও।
  • পাতার মতো করে হলুদ কাগজ কেটে বানাও ফ্লেমিংগোর ঠোঁট। আইকা দিয়ে বসিয়ে নাও জায়গামতো।
  • সাদা কাগজ গোল করে কেটে বসাও চোখের জায়গায়। এবার মার্কার পেন দিয়ে এঁকে নাও চোখের মণি।
  • চাইলে মার্কার পেন দিয়ে পুরো পাখিটা আউটলাইন করে নিতে পারো।

এবার বলো, হ্যালো মিস্টার ফ্লেমিংগো।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন