দিনাজপুর প্রতিনিধি
দুই দিনের বৃষ্টির পর দিনাজপুরসহ উত্তরাঞ্চলে চলমান শৈত্যপ্রবাহেও রৌদ্রোজ্জ্বল আবহাওয়া মানুষের দুর্ভোগ অনেকটা কমিয়ে দিয়েছে।
এদিকে বৃষ্টিপাতে বেশি প্রভাব পড়েছে দেশের কৃষি খাতে। যদিও কৃষকেরা বলছেন, আলু ও সরিষার কিছুটা ক্ষতি হলেও বোরো ধানের জন্য অনেকটা উপকার হয়েছে। আর কৃষি বিভাগের মতে, খেতে থাকা ফসল অসময়ের বৃষ্টিতে ক্ষতির শঙ্কা নেই।
জেলা কৃষি বিভাগ জানায়, বর্তমানে জেলায় গম ৪২ হেক্টর, সরিষা ৯৭২ হেক্টর, ভুট্টা ২৩ হেক্টর, আলু ৯৯৮ হেক্টর, পেঁয়াজ ৬ হেক্টর ও ৬২ হেক্টর জমিতে শাকসবজি লাগানো হয়েছে। এ ছাড়া মোট ৪৭ হাজার ৩৯০ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। এর মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ জমির আলু ইতিমধ্যেই ওঠানো হয়েছে। আর ১ লাখ ৭১ হাজার ১২০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
জানা যায়, মাঘের শেষ দিকের বৃষ্টি প্রকৃতির জন্য ইতিবাচক, বিশেষ করে সেচনির্ভর বোরো ফসলের জন্য দুদিনের টানা বৃষ্টি অনেকটা আশীর্বাদ। বোরো ধানের আবাদ সম্পূর্ণ সেচনির্ভর হওয়ায় কৃষকেরা এখন চারা রোপণের জন্য ব্যস্ত সময় পার করছেন।
কৃষি সম্প্রসারণ অফিসের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. খালেদুর রহমান জানান, দুই দিনের বৃষ্টিতে জেলার ২ হাজার ১০০ হেক্টর জমির মৌসুমি ফসল আক্রান্ত হলেও তেমন ক্ষতির শঙ্কা নেই।