নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজস্ব আয় কম থাকায় প্রতিবছরের বাজেটে বড় অঙ্কের ঘাটতি থাকে। দেশি-বিদেশি উৎস থেকে ঋণ করেই তা মেটাতে হয়। ফলে প্রতিবছর ঋণের সুদ ও আসল পরিশোধের চাপ বাড়ছে। প্রস্তাবিত ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেটেও ঋণ করতে হবে আড়াই লাখ কোটি টাকার বেশি। এতে ঋণের সুদ ও আসল পরিশোধে লাগবে প্রায় ১ লাখ ১৯ হাজার ১০০ কোটি টাকা। অর্থাৎ বাজেটের প্রায় ১৬ শতাংশ অর্থই যাবে ধারদেনা শোধ করতে।
গতকাল বৃহস্পতিবার ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সংসদে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
আগামী বছরের বাজেটে সরকার বিদেশি ঋণ নেবে ৯৪ হাজার কোটি টাকা। ব্যাংক ও সঞ্চয়পত্রসহ দেশি উৎস থেকে ঋণ নেবে ১ লাখ ৫৫ হাজার কোটি টাকা।
অর্থমন্ত্রী বাজেটে দেশি উৎসের ঋণের সুদ পরিশোধের জন্য ৮২ হাজার কোটি টাকা রাখার প্রস্তাব করছেন। বিদেশে ঋণের সুদ পরিশোধ করতে রাখা হচ্ছে ১২ হাজার ৪০০ কোটি টাকা। এর বাইরে বিদেশি ঋণের আসল পরিশোধ করতে হবে ২৪ হাজার ৭০০ কোটি টাকা।
চলতি বছর বিদেশি ঋণ পরিশোধ করতে হবে ১৮ হাজার ১৫০ কোটি টাকা। সে হিসেবে আগামী বছর সাড়ে ৬ হাজার কোটি টাকা বেশি শোধ দিতে হবে।
এর আগের বছর (২০২১-২২) ১৩ হাজার কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ করতে হয়। এদিকে চলতি অর্থবছরে সরকারকে ৯০ হাজর কোটি টাকা সুদ পরিশোধ করতে হবে। গত জুনে মূল বাজেটে এ খাতে ৮০ হাজার কোটি টাকা রাখা হয়। তবে অর্থসংকটে সরকারে ধার দেনা বাড়াতে হয়। ফলে সংশোধিত বাজেটে তা ১০ হাজার কোটি টাকা বাড়ানো হয়।
এর আগে ২০২১-২২ অর্থ বছরে সুদ পরিশোধে ব্যয় হয় ৭৭ হাজার ৭৯৩ কোটি টাকা।