হোম > ছাপা সংস্করণ

বিরতি শেষে নিশোর জোড়া সুখবর

বিনোদন প্রতিবেদক, ঢাকা

এক বছরের বেশি সময় ধরে পর্দায় অনুপস্থিত আফরান নিশো। প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’ আলোচিত হওয়ার পর আর ক্যামেরার সামনে দাঁড়াননি তিনি। ভক্তরা অপেক্ষায় ছিলেন, আবার কবে বড় পর্দায় দেখবেন প্রিয় অভিনেতাকে। অবশেষে এল সুখবর। নতুন দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন নিশো।

ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ ও বাংলাদেশের আলফা আই মিলে তৈরি করেছে এসভিএফ-আলফা আই এন্টারটেইনমেন্ট নামে নতুন প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের দুটি সিনেমায় অভিনয় করবেন নিশো। এক সংবাদ বিজ্ঞপ্তিতে খবরটি জানিয়েছেন প্রযোজক মহেন্দ্র সোনি ও শাহরিয়ার শাকিল। তবে সিনেমার নাম কী, পরিচালনা করবেন কারা, কারা থাকবেন নিশোর বিপরীতে—সে তথ্য এখনো খোলাসা করেনি প্রযোজনা প্রতিষ্ঠানটি। শিগগির আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রযোজক সোনি ও শাকিল।

জানা গেছে, প্রথম যে সিনেমার শুটিং শুরু হবে, সেটি অ্যাকশন ঘরানার। এরই মধ্যে শুটিংয়ের প্রস্তুতি নিতে শুরু করেছেন নিশো। অভিনেতা বলেন, ‘অনেক আগে থেকেই মানসিক প্রস্তুতি নিচ্ছিলাম। এক সপ্তাহ ধরে নতুন চরিত্রের প্রস্তুতি নিচ্ছি। নিজেকে অনেক ভাঙতে হচ্ছে। প্রস্তুতি ঠিকঠাকমতো নিতে পারলে, শুটিংয়ের আগে হুট করে কেউ দেখলে চিনতেই পারবে না আমাকে।’

বিরতি নেওয়া প্রসঙ্গে নিশো বলেন, ‘প্রথম সিনেমা সফল হয়েছে। সেই বিষয় মাথায় নিয়েই আমার পরবর্তী সিনেমার কাজ করতে হবে। কেউ এসে বললেন, চলো নিশো, সিনেমা শুরু করি—এভাবে তো আর কাজ হয় না। সুতরাং আমাকে পরের কাজ শুরু করতে ভাবতে হয়েছে। তাই সময় নিয়ে ভিন্ন ধরনের দুটি সিনেমা হাতে নিয়েছি।’

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন