হোম > ছাপা সংস্করণ

নগরে সাড়ে তিন লাখ মানুষ টিকা নিয়েছেন

সিলেট প্রতিনিধি

করোনাভাইরাসের টিকার মাধ্যমে সিলেট মহানগরীর প্রায় সাড়ে ৩ লাখ মানুষকে সুরক্ষার আওতায় আনা হয়েছে। এসব মানুষ দুই ডোজ টিকা নিয়েছেন। এ ছাড়া এক ডোজ টিকা নেওয়া মানুষের সংখ্যা প্রায় সাড়ে ৪ লাখ।

সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, চলমান করোনা টিকা কার্যক্রমে এ পর্যন্ত মহানগরীতে দুই ডোজ ভ্যাকসিন নিয়েছে ৩ লাখ ৪৩ হাজার ৫৮৫ জন। এর মধ্যে ৫৯ হাজার ৭২৩ জন কোভিশিল্ড, ১ লাখ ৫ হাজার ২৮৯ জন সিনোফার্ম, ১ লাখ ২৬ হাজার ৪৭১ জন মডার্না, ৫২ হাজার ১০২ জন ফাইজারের টিকা নিয়েছেন।

এদিকে প্রথম ডোজ টিকা নিয়েছেন ৪ লাখ ৩১ হাজার ৬২৯ জন। এর মধ্যে ৬২ হাজার ৪০২ জন কোভিশিল্ড, ১ লাখ ১০ হাজার ৮১৩ জন সিনোফার্ম, ১ লাখ ২৭ হাজার ৬৮৭ জন মডার্না ও ১ লাখ ৩০ হাজার ৭২৭ জনকে ফাইজারের টিকা দেওয়া হয়।

অন্যদিকে ফাইজারের প্রথম ডোজ টিকা ১৩ হাজার ৩৩৫ জন শিক্ষার্থীকে দেওয়া হয়েছে। যাদের বয়স ১১ থেকে ১৭ বছরের মধ্যে। এ ছাড়া ৯ হাজার ৫৭৮ জন এইচএসসি শিক্ষার্থীও পেয়েছেন ফাইজারের টিকা।

জাহিদুল ইসলাম বলেন, মোট ৭ লাখ ৭৫ হাজার ২১৪ জন টিকা নিয়েছেন। যাঁরা প্রথম ডোজ নিয়েছেন, তাঁদের দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন