বিনোদন ডেস্ক
ঈদের পঞ্চম দিন রাত ১২টায় নাগরিক টিভির পর্দায় আড্ডা দেবেন তারকাদম্পতি মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। তাঁরা বলবেন পেশাগত ও ব্যক্তিজীবনের নানা কথা। শুধু ফারুকী-তিশা নন, ঈদের দিন থেকে টানা সাত দিন রাত ১২টায় কামরুজ্জামান বাবুর বিশেষ নির্দেশনায়, সৈকত সালাহউদ্দিনের সঞ্চালনায় আড্ডা দেবেন আরও অনেক তারকা।
‘তারায় তারায়’ নামের এই ঈদ আয়োজনে থাকবেন মামুনুর রশীদ, গিয়াস উদ্দিন সেলিম, রোকেয়া প্রাচী, ইলিয়াস কাঞ্চন, রোজিনা, অরুণা বিশ্বাস, নিপুণ, মাহফুজ আহমেদ, শবনম বুবলী, চয়নিকা চৌধুরী, আফরান নিশো, তমা মির্জা, বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, সুনেরাহ, সাইমন সাদিক ও অপু বিশ্বাস।