হোম > ছাপা সংস্করণ

পাংশায় ইউপি সদস্য প্রার্থীকে গুলি

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে মো. তালাত মাহমুদ শাহিন নামের এক সদস্য প্রার্থীকে গুলি করার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সরিষা ইউনিয়নে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ওই সদস্য প্রার্থী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গুলিবিদ্ধ শাহিন উপজেলার সরিষা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর অভিযোগ, ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আহমেদ হোসেনের কর্মীরা এ হামলা চালিয়েছে।

মো. তালাত মাহমুদ শাহিন বলেন, তাঁর বাড়িতে নির্বাচনী মিটিং শেষ করে চাচাকে বাড়ি এগিয়ে দিতে যাওয়ার তাঁদের ৮ / ১০ জন ঘিরে ধরে। বহলাডাঙ্গা গ্রামের রাসেল তাঁর মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি করে। এ সময় তিনি পালানোর জন্য দৌড় দিলে চোখের কোণ ঘেঁষে গুলি বেড়িয়ে যায়।

মো. তালাত মাহমুদ শাহিনের চাচা বলেন, ফরিদ বন্দুক দিয়ে তাঁর ভাতিজাকে গুলি করেন। এ সময় ফরিদের সঙ্গে আজিজুল, ফারুক, সোহেল, রাসেল ও আজিজসহ ১০ জন লোক ছিল। তাঁর ভাতিজা গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে যাওয়ার পর অভিযুক্তরা আরও দুটি ফাঁকা ফায়ার করে চলে যায়।

মো. তালাত মাহমুদ শাহিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. তরুণ কুমার পাল বলেন, শাহিন সোমবার রাতে আহত অবস্থায় হাসপাতালে আসেন। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।

সরিষা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আহমেদ হোসেন বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তাঁর কর্মীদের ওপর মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। তালাত মাহমুদ শাহিনের অন্য কোনো সদস্য প্রার্থীর সঙ্গে দ্বন্দ্ব থাকতে পারে।

পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ বলেন, সংবাদ পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন