হোম > ছাপা সংস্করণ

আম পাড়া নিয়ে দ্বন্দ্বে মুক্তিযোদ্ধাসহ ৫ জনকে মারধরের অভিযোগ

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দায় আম পাড়াকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধা মোসলেম মোল্যার পরিবারের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার দুপুরে উপজেলার চরযোশরদী ইউনিয়নের নাগারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ হামলায় মুক্তিযোদ্ধাসহ পরিবারের পাঁচ সদস্য আহত হয়েছেন।

এ ঘটনায় মোসলেম মোল্যার ছেলে মোকাদ্দেস মোল্যা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে কবির নামে একজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।

জানা গেছে, নাগারদিয়া গ্রামের মোসলেম মোল্যার রোপণ করা গাছ থেকে আম পাড়তে যান তাঁর ছেলে মোকাদ্দেস মোল্যা। এ সময় মোসলেম মোল্যার ভাই ইব্রাহিম মোল্যার ছেলে ইসমাইল মোল্যা গাছটি নিজের দাবি করে বাধা দেন। বাধা না মানায় ইসমাইল মোল্যা দলবল নিয়ে মোকাদ্দেসকে মারধর করেন।

মোসলেম মোল্যা ছেলেকে বাঁচাতে গেলে হামলাকারীরা তাঁকেও মারধর করেন। পরে তাঁর স্ত্রী রাবেয়া বেগম, ছেলে মান্নান মোল্যা ও ছেলের স্ত্রী লাইজু বেগমকেও পিটিয়ে আহত করেন। প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

মোকাদ্দেস মোল্যা অভিযোগ করে বলেন, ‘আমাদের জায়গায় আমাদের লাগানো গাছের আম আমি পারছিলাম। আমার চাচাতো ভাই ইসমাইলসহ ৫ / ৬ জন লোক এসে আমাকে মারতে শুরু করে। আমার চিৎকারে আমার বাবাসহ পরিবারের লোকজন এগিয়ে এলে তাঁদেরও মারপিট করে।’

অভিযুক্ত ইসমাইল মোল্যা বলেন, ‘মারামারি হয়েছে, কিন্তু মুক্তিযোদ্ধা মোসলেম কাকাকে আমরা মারি নাই।’

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বলেন, অভিযোগের ভিত্তিতে আসামি কবির হোসেনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন