আজকের পত্রিকা ডেস্ক
দিনাজপুরের বিভিন্ন উপজেলায় গতকাল আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
ফুলবাড়ী: সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. আখতারুজ্জামান।
নবাবগঞ্জ: দিবসটি উপলক্ষে গতকাল বিকেল ৪টায় ইউএনও অনিমেষ সোমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আতাউর রহমান।
হিলি: এ উপলক্ষে হাকিমপুর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় গতকাল সকাল সাড়ে ১১টায় উপজেলা চত্বর হতে একটি র্যালি বের করে। পরে বিআরডিবির হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও মোহাম্মদ নূর-এ আলমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম প্রমুখ।