মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকল রক্ষা, আখ রোপণে উৎসাহিত করা ও নবাগত শ্রমিক-কর্মচারীদের স্বাগত জানাতে শ্রমিক কর্মচারী, আখচাষি, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক নেতাদের নিয়ে সমাবেশ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ফরিদপুর চিনিকল উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ করা হয়।
ফরিদপুর চিনিকল শ্রমিক কর্মচারী পরিষদের আহ্বায়ক সুভাষ রায় এই সমাবেশের সভাপতিত্ব করেন। শ্রমজীবী ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজল বসুর সঞ্চালনায় সমাবেশে মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান বাবলু, চিনিকলের জিএম (কৃষি) মো. আনিসউজ্জামান, ওয়ার্কার্স পার্টির নেতা মনোজ সাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুরাদুজ্জামান প্রমুখ বক্তব্য দেন।